আলমডাঙ্গার নতিডাঙ্গায় চাঁদার টাকা না পেয়ে বাড়িতে বোমা রেখে খুনের হুমকি : বোমা উদ্বার

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামে চাঁদার টাকা না পেয়ে রাতের আঁধারে বসতবাড়িতে বোমা রেখে গেছে দুর্বৃত্তরা। মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ বোমাটি উদ্ধার করেছে।

জানা গেছে, আলমডাঙ্গার নতিডাঙ্গার দক্ষিণপাড়ার মৃত মহাব্বত আলীর ছেলে শহিদুল মহুরির বাড়ি থেকে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ একটি বোমা উদ্ধার করেছে। এ ব্যাপারে শহিদুল মহুরি জানান, গত এক সপ্তাহ ধরে একটি মোবাইলফোন নাম্বার থেকে একাধিকবার নিজেকে চরমপন্থি দলের নেতা পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। আগামী ১ সপ্তার মধ্যে টাকা না দিলে খুন করা হবে বলেও হুমকি দেয়। গতকাল শনিবার ছিলো চাঁদা দেয়ার নির্ধারিত দিন। টাকা না দেয়ায় বাড়ির উঠোনে একটি শাদা টেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু রেখে যায় কে বা কারা। গতকাল শহিদুলের মেয়ে শিউলী ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে উঠোনে একটি শাদা টেপে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখে চিৎকার দেয়। তার চিৎকারে পরিবারসহ প্রতিবেশীরা এগিয়ে আসে। পরিবারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশে খবর দেয়া হয়। গতকাল সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বোমাটি উদ্ধার করেন। এ ব্যাপারে তিনি জানান, চাদাঁবাজ চক্রটিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।