আলমডাঙ্গার নওলামারী ছোট ভায়ের লাঠির আঘাতে বড় ভাই জখম

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গার পল্লি নওলামারী গ্রামে জোর করে বাড়ির জমি দখল ও বাঁশ কাটাকে কেন্দ্র করে ছোট ভায়ের লাটির আঘাতে বড় ভাই রক্তাক্ত জখম। জানা গেছে, উপজেলার নওলামারী গ্রামের মৃত জেহের আলীর বড় ছেলে বানাত আলীকে (৬৭)  অপর দু ছেলে ভাদু (৫০) ও শহিদুল (৪০) বাড়ির জমি ভাগ করাকে কেন্দ্র করে গত ৮ এপ্রিল কাচি দিয়ে বানাতের ঘাড়ে একটি কোপ মেরে রক্তাক্ত জখম করে। বানাত রক্তাক্ত জখম অবস্থায় হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। গতকাল বানাত বাড়িতে ফিরে শোনেন ভাদু ও শহিদুল তার বাঁশ বিক্রি করেছে। বানাত ভাদু ও শহিদুলকে বাঁশ বিক্রির কথা বলতে গেলে ভাদু বাঁশের লাঠি দিয়ে বানাতের মাথায় মেরে রক্তাক্ত জখম করে। বানাত গতকাল বিকেলে আলমডাঙ্গা থানায় এসে ভাদু ও শহিদুলের নামে মামলা দায়ের করেন।

বানাত জানান, তার কোনো ছেলে না থাকায় সমস্ত জমি জায়গা তার ভায়েরা দখল করে নিতে চায়। তার এক মাত্র মেয়েকে বিয়ে দিয়ে ঘরজামাই রেখেছিলো। তার ভায়েদের কারণে তাকেও বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। এখন আমাকে মেরে ফেললে আমার সম্পত্তিগুলো তার ভায়েরা ভোগ করতে পারবে। বানাত বলেন আজ তার যদি একটি ছেলে থাকতো তাহলে তাকে এভাবে তার ভায়েরা মারতে পারতো না।