আলমডাঙ্গার থানার এসআই অচিন্ত্যের বিরুদ্ধে মোটরসাইকেল ধরে ছেড়ে দেয়ার অভিযোগ

 

স্টা রিপোর্টার: আলমডাঙ্গা থানার এসআই অচিন্ত্য গতকাল শনিবার দুপুরে হাটবোয়ালিয়া বাজারে মোটরসাইকেল চেকিং শুরু করেন। এ সময় তিনি রেজিস্ট্রেশনবিহীন ৪টি মোটরসাইকেল আটক করেন। আটককৃত মোটরসাইকেল ৪টি হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে রেখে তিনি থানায় যান। বেলা ৩টার দিকে এক মোটরসাইকেল মালিককে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প থেকে ১টি মোটরসাইকেল নিয়ে যেতে দেখা যায়। বিষয়টি সম্পর্কে হাটবোয়ালিয়া পুলিশ ক্যামপ আইসি সিকান্দার ইসলাম বলেন, এসআই অচিন্ত্য ৪টি মোটরসাইকেল ক্যাম্পে রেখে জিডি করে থানায় যান। বেলা ৩টার দিকে এক মোটরসাইকেল মালিক তার মোটরসাইকেলের চাবি এনে আমার কাছে মোটরসাইকেল চান। আলমডাঙ্গা থানা থেকে আমাকে জানালে আমি মোটরসাইকেল দিয়ে দিই। বাকি ৩টা মোটরসাইকেল ক্যাম্পে আছে। আটককৃত মোটরসাইকেল মালিকরা বিষয়টি নিয়ে এসআই আচিন্ত্যর এই দ্বিমুখি নীতির সমালোচনা করেন।