আলমডাঙ্গার জামজামি বাজারে বাইসাইকেল চোর আটক

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজারে চোরাই বাইসাইকেলসহ মেহেরপুরের একটি ব্যক্তিকে আটক করা হয়েছে। তার নাম সোনারুল (৩০)। গণধোলাইয়ের এক পর্যায়ে চুরির বিষয়ে স্বীকার করায় আটকে রেখে পুলিশে না দিয়ে ছেড়ে দেয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আলমডাঙ্গার জামজামি বাজারের ত হাটে ও সপ্তায় ৩ দিন উম্মুক্ত স্থানে বসে নতুন-পুরোনো বাইসাইকেল বেচাবিক্রির হাট। এ হাটের ইজারাদার ভোদুয়া গ্রামের সিরাজ মণ্ডল জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ হাটে পুরোনো বাইসাইকেল কিনতে ঢোকেন বাজারের বাইসাইকেল মিস্ত্রি আসাদুল। বাইসাইকেল বিক্রেতার সাথে দরদামকালে আনুমানিক ৩ হাজার টাকা দামের বাইসাইকেল বিক্রেতা অর্ধেক দাম হাকলে তিনি সন্দেহ করেন। দাম পরিশোধ করে হাটের ক্রয় রসিদ সংগ্রহকালে যুবকের নাম ঠিকানা জিজ্ঞাসা করায় ইতস্তত ও রহস্যজনক আচরণ করে আটককৃত সোনারুল। এক পর্যায়ে গণধোলাইয়ের পর সে পরিচয় দিতে গিয়ে বলেছে তার বাড়ি মেহেরপুর জেলার গাংনীর আমতৈল মানিকদিহি গ্রামে। পিতার নাম মেহেরুল্লাহ মণ্ডল। জিজ্ঞাসাবাদে সে বাইসাইকেল চুরির কথা অকপটে স্বীকার করে।