আলমডাঙ্গার জামজামি ইউনিয়নে এফসিডিআই প্রকল্পের আওতায় ছাগল বিতরণ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার জামজামি ইউনিয়নে গতকাল বিকেলে এফসিডিআই প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে জামজামি ইউপি কমপ্লেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত চুয়াডাঙ্গা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আ.লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আহসান মৃধা, আলমডাঙ্গা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, আলমডাঙ্গা পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিডেল পারভেজ। জামজামি ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক টনি মৃধার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিস ক্যাম-ক্যাশিয়ার আলমগীর হোসেন, জামজামি ইউপির প্যানেল চেয়ারম্যান নাসিরুদ্দিন, জামজামি ইউপি সচিব আলমগীর হোসেন, জামজামি এফসিডিআই প্রকল্পের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পৌর ছাত্রলীগ নেতা জুয়েল রানা, এনএটিভি শফিকুর রহমান, ভিএপি আবুল কাশেম প্রমুখ।
এ অনুষ্ঠানে ১০ জন সুফলভোগী নারী-পুরুষের মাছে ১টি করে ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়।