আলমডাঙ্গার ছয়ঘরিয়ায় প্রকল্প পরিচিতি সভা ও গাছের চারা বিতরণ

 

আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের ছয়ঘরিয়া বৃন্দাবনপাড়ায় এক প্রকল্প পরিচিতি সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় ঘোলদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাস। অতিথি ছিলেন রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, ইউপি সদস্য আবু হানেফ ও বিশিষ্ট সমাজসেবক আবু মুসা। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো ছয়ঘরিয়া বৃন্দাবনপাড়ায় ‘আদিবাসীদের জীবন ও জীবিকা উন্নয়ন কর্মসূচি’ সংক্ষেপে ‘খেয়া’ শিরোনামে একটি প্রকল্প শুরু করেছে। প্রকল্পের আওতায় আদিবাসী পরিবারের মাঝে ব্লাক বেঙ্গল গোট প্রদান করা হবে, তাদেরকে গোট পালনের প্রশিক্ষণ দেয়া হবে এবং জীবন দক্ষতা ও আইজিএ প্রশিক্ষণ দেয়া হবে। প্রকল্প পরিচিতি সভা শেষে বিকেলে অতিথিদের মাধ্যমে বৃন্দাবনপাড়ায় ও শ্রমজীবী নারীদের মাঝে মোট ২২০টি ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। সেই সাথে আইলহাস ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষ রোপণের জন্য চেয়ারম্যানের হাতে ৩টি গাছের চারা তুলে দেয়া হয়। প্রেসবিজ্ঞপ্তি