আলমডাঙ্গার চিলাভালকি বেগুয়ারখালী গ্রামের কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবি

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার নাগদহ ইউনিয়নের চিলাভালকি বেগুয়াখালী গ্রামের রাস্তায় এখন হাঁটু সমান কাদা। রাস্তায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এলাকাবাসীসহ পথচারীরা পড়েছে মহাবিপাকে। রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

জানা গেছে, আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের চিলাভালকি বেগুয়ারখালী গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তাটি বৃষ্টির পানির কারণে জলাবদ্ধতা হয়েছে। জলাবদ্ধতার কারণে হাঁটু সমান কাদা হয়েছে। বেগুয়ারখালী গ্রামসহ আশপাশ এলাকার লোকজনের একমাত্র যাতায়াতের পথটিতে কাদার কারণে নিদারুণ দুর্ভোগের স্বীকার হচ্ছে এলাকাবাসী। এলাকার কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিতে সমস্যায় পড়তে হচ্ছে। গতকাল সরেজমিনে গেলে এলাকাবাসী অভিযোগ করে জানায়, রাস্তাটিতে এলাকার চোয়ারম্যান-মেম্বার মাটি ভরাট করলেও বর্ষা এলেই হাঁটু সমান কাদার সৃষ্টি হয়। অন্য মরসুমে রাস্তায় ধুলার সৃষ্টি হয়। এলাকাবাসী রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছে।