আলমডাঙ্গার গড়চাপড়ার সেনা সার্জেন্টের মৃত্যু : রাষ্টীয় মর্যাদায় দাফন

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার গড়চাপড়া গ্রামের সেনা সদস্য সার্জেন্ট জহুরুল ইসলাম গতকাল বুধবার সকালে ঢাকা সামরিক হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গতকাল দুপুরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে চুয়াডাঙ্গায় মরহুমের লাশ নিয়ে আসে। বিকেলে যশোর সেনা নিবাসের একটি দল গার্ড অব অনার দিয়ে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জের গড়চাপড়া গ্রামের মৃত মোজ্জামেল হোসেনের ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট (কির্লাক) জহুরুল ইসলাম (৩৫) অসুস্থজনিত কারণে ঢাকা সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা সেনানিবাসে সকাল ৯টার দিকে লাশের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে লাশ নিয়ে আসে। লাশ গরচাপড়া গ্রামে নিলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। মরহুমের নিকট আত্মীয়ের আজাহারীতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। বিকেল ৪টার দিকে যশোর সেনা নিবাসের কর্ণেল সদয় উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনীর টিম সালাম গুলি ফুটিয়ে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়েছে বলে গ্রাম সূত্রে জানায়। উল্লেখ্য, সেনা সার্জেন্ট জহুরুল ইসলাম এক ছেলে ও এক মেয়ে স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।