আলমডাঙ্গার গোপিনগরে স্ত্রীর অধিকার দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান নববধূর

ভালাইপুর প্রতিনিধি: বিয়ের পর স্ত্রীর অধিকার নিয়ে স্বামীর বাড়িতে এসে বিয়ের কাবিননামা ভুল বলে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামীর পরিবারের লোকজন। ঘটনাটি আলমডাঙ্গা চিৎলা ইউনয়নের গোপিনগর গ্রামের।
জানা গেছে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের গোপিনগর গ্রামের নাসির হোসেনের ছেলে আকাশ হাসান (তৌফিক) বছর খানেক আগে মোবাইলফোনে প্রেমসম্পর্ক গড়ে তোলে মেহেরপুর বেলতলা পাড়ার আক্কাস আলীর মেয়ে শান্তনা খাতুনের সাথে। সেই সম্পর্কের জের ধরেই গত ১ এপ্রিল ২০১৫ গোপনে মেহেরপুর কাজি অফিস থেকে বিয়ে করে তারা। তারপর থেকে নববধূ কয়েকবার তার শ্বশুরবাড়ি এলে তাকে বিভিন্ন হুমকি দেখিয়ে তাড়িয়ে দেয়। বিয়ের প্রায় এক বছর পার হলেও স্ত্রীর মর্যাদা না পাওয়ায় গতপরশু শুক্রবার বিকেল ৪টার সময় স্ত্রীর দাবিতে শ্বশুরবাড়িতে আমরণ অনশনের ঘোষণা দেয়। এ সময় তার শাশুড়ি বিলকিস খাতুন তাকে বাড়ি থেকে বের করে দেয়ার জন্য তার ছোট মেয়েকে সাথে নিয়ে টানাহেচড়া করে এবং শারীরিকভাবে নির্যাতন করে। তারপরও বাড়ি থেকে বের না হয়ে আমরণ অনশন শুরু করে এবং বলে হয় আমাকে বউ হিসেবে মেনে নেবে তা না হলে আমার লাশ এ বাড়ি থেকে বের হবে। তারপর তাকে বলা হয় তার বিয়ের কাবিননামা আনার জন্য। পরদিন বিকেলে শান্তনার পরিবার কাবিননামা নিয়ে এলে আকাশের পরিবার কাবিন ভুল বলে তাকেসহ তার পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়। যাবার সময় শান্তনা বলে আমাকে বাড়ি নিয়ে গেলে আমি আত্মহত্যা করবো।