আলমডাঙ্গার কুমারীতে চোখের ছানি পরীক্ষা ও অপসারণের লক্ষ্যে ফ্রি ম্যাডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের উদ্যোগে চোখের ছানি পরীক্ষা ও অপসারণের লক্ষ্যে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে কুমারী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার আব্দুর রাকিব হোসাইন, মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন, আশিউল আলীম ও প্রোগ্রাম ম্যানেজার আলমগীর কবির। এসময় উপস্থিত ছিলেন কুমারী ইউনয়িন আওয়ামী লীগের সভাপতি রানা উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খ. রাকিবুস সালেহীন, শিক্ষক আমিরুল ইসলাম, জামাল উদ্দিন, জহুরুল ইসলাম, মোস্তফা শফিউজ্জামান, গোলাম রহমান চৌধুরী, নবী ছদ্দিন মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পৃষ্ঠপোষক রেজা হায়দার নিজামের সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালিত হয়। ৩শ’ ৬ জন চক্ষুরোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ক্যাম্পে প্রায় ৪শ জন শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপিং পরীক্ষা করে দেয়া হয়েছে।