আলমডাঙ্গার কলেজপাড়ায় গৃহকর্ত্রীকে বেঁধে রেখে ৩ লাখ টাকা ডাকাতি

আলমডাঙ্গা কলেজপাড়ায় গৃহকর্ত্রীকে বেধে রেখে ৩ লাখ টাকা ডাকাতি

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কলেজপাড়ায় গভীর রাতের গৃহকর্ত্রীকে বেঁধে রেখে প্রায় ৩ লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে ডাকাতদল। গত বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের মোহরার লুৎফর রহমান বাড়িতে না থাকার সুযোগে রাত ২টার দিকে ডাকাতদল তার স্ত্রীর মুখ ও চোখ বেঁধে রেখে এ ঘটনা ঘটিয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গা সাব রেজিস্ট্রার অফিসের মোহরার লুৎফর রহমান চাকরি সূত্রে ৩০ বছর যাবৎ কলেজপাড়ায় বসবাস করেন। গত বৃহস্পতিবার তার মায়ের অসুস্থতার খবর পেয়ে খুলনা তেরখাদা গ্রামের বাড়িতে মাকে দেখতে যান। তার স্ত্রী জরিনা বেগম বাড়িতে মেজ মেয়েকে নিয়ে ছিলেন। রাতে আনুমানিক ২টার দিকে বাথরুমে গেলে পূব থেকে ওত পেতে থাকা কয়েকজনের ডাকাতদল বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় জরিনা বেগম টের পেয়ে ফেললে ওড়না দিয়ে চোখ ও মুখ বেঁধে রাখে তারা। কয়েকজনের ডাকাতদল তার ঘরে প্রবেশ করে টেবিলের ড্রয়ারে রাখা প্রায় ৩ লাখ টাকা নিয়ে যায়। পরে জরিনা বেগম কোনো রকমে পাশের ঘরে ঘুমন্ত মেয়েকে দরজায় শব্দ করে সজাগ করলে মেয়ে উঠে তার মুখ ও চোখ খুলে চিৎকার চেচামেচি শুরু করে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। প্রতিবেশীরা আসার আগেই ডাকাত দল পালিয়ে যায়।