আলডাঙ্গায় এডুমেকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ কার্যক্রম উদ্ধোধন করলেন হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা এরশাদপুর একাডেমীতে ফ্রিল্যান্সিং, তথ্যপ্রযুক্তি স্কিল ডেভেলপমেন্ট ও আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এডুমেকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করলেন হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দেশব্যাপি আইটি প্রশিক্ষণের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলায় দীর্ঘমেয়াদী এ আইটি প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। জেলাব্যাপি আইসিটি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় এডুমেকার প্রশিক্ষণ কার্যক্রমটি বাস্তবায়ন করছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং দৈনিক কালের কণ্ঠ। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক মতিয়ার রহমান, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অ্যাড. মানিক আকবর ও জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল মালেক। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আসাবুল হক ঠাণ্ডু, জিনারুল ইসলাম বিশ্বাস, এরশাদপুর একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মীর কানজুল আরিফিন, এরশাদপুর একাডেমীর সহকারী শিক্ষক মাও. আবুল হোসেন, হামিদুল ইসলাম, আতিয়ার রহমান মুকুল, শরিফুজ্জামান লাকী, আমজাদ হোসেন, আলেয়া ফেরদৌস, লিমা খাতুন, সালমা খানুম, মাহাবুল হক খান, রানা আহমেদ, মিজানুর রহমান সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ,যুগ্ম আহ্বায়ক শাহিন রেজা,পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, রাজাবুল হক মনা, ডিটু, ফারুক, পিন্টু, মিজান, সোহেল রানা শাহিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলাল উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক সেলিম রেজা তপনসহ সুশীল সমাজের প্রতিনিধি, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, সময় বদলে গেছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিকনির্দেশনা ও পরামর্শে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে যে সফলতা অর্জিত হয়েছে তা অভূতপূর্ব। সরকারের সকল নাগরিক সেবা এখন হাতের মুঠোয়। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে মানুষ দৈনন্দিন প্রয়োজনীয় নানা সেবা পাচ্ছে। টেন্ডার হচ্ছে ইন্টারনেটে। দেশে ই-গর্ভন্যান্স বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে হুইপ প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগসহ বিভিন্ন প্রশিক্ষণ সরঞ্জাম বিতরণ করেন। উদ্বোধনী প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্যায়ে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ও বেলগাছি ইউনিয়নে ৪০ জন নারী প্রশিক্ষণার্থী অংশ নেন।