আরো দুটি উপজেলা দুটি পৌরসভা ও একটি থানা হচ্ছে

স্টাফ রিপোর্টার: নতুন দুটি উপজেলা, দুটি পৌরসভা ও একটি থানা প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদনদিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বেঅনুষ্ঠিত প্রশাসনিক পুর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার)সভায় এ অনুমোদন দেয়া হয়।সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্তসচিব এনএম জিয়াউল আলম সাংবাদিকদের জানান, খাগড়াছড়ির গুইমারা ও সিলেটেরওসমানীনগর থানাকে উপজেলা করার সিদ্ধান্ত হয়েছে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জউপজেলা ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে পৌরসভা করা হবে।এছাড়া লক্ষ্মীপুরের সদর থানার চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার সিদ্ধান্ত হয় সভায়।এনএম জিয়াউল আলম বলেন, নবগঠিত গুইমারা উপজেলায় ইউনিয়নের সংখ্যা তিনটি। এরআয়তন হবে ১১৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হবে ৪৪ হাজার ২০২ জন। আর ৮টিইউনিয়ন নিয়ে ওসমানীনগর উপজেলা গঠিত হবে। ২২৪ দশমিক ৫৪ বর্গ কিলোমিটারআয়তনের এ উপজেলায় জনসংখ্যা হবে ২ লাখ।অন্যদিকে নতুন দুটি পৌরসভাদুটিতে জনসংখ্য হবে ৫০ হাজার করে। তিনি বলেন, নতুন থানাটির কার্যক্রমপরিচালনার জন্য নতুন করে ২৪টি পদ সৃষ্টি করা হয়েছে। এ থানার ইউনিয়নেরসংখ্যা ৯টি, আয়তন ২০৩ দশমিক ৮৩ বর্গ কিলোমিটার। জনসংখ্যা হবে ৩ লাখেরওঅধিক।