আম বাগানে ছাগল যেতে নিষেধ করার আলমডাঙ্গার রায়লক্ষ্মীপুর গ্রামের শিক্ষক দম্পত্তি লাঞ্ছিত

আলমডাঙ্গা ব্যুরো: আম বাগানে ছাগল যেতে নিষেধ করায় আলমডাঙ্গার রায়লক্ষ্মীপুর গ্রামের শিক্ষক দম্পত্তিকে লাঞ্ছিত করেছে বাগুন্দা গ্রামের আফিজদ্দিন ও তার পরিবারের লোকজন। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। উপজেলার রায়লক্ষ্মীপুরের আব্দুল হান্নান মাস্টারের বাগুন্দা-সরোজগঞ্জ সড়কে প্রায় ১৫-১৬ বিঘা জমির ওপর পুকুর আছে। পুকুরের চারপাশে বেড়া দিয়ে আম বাগান করেছেন তিনি। গতকাল বিকেলে শিক্ষক আব্দুল হান্নানের স্ত্রী কহিনুর বেগম সরোজগঞ্জ বাজারের বাসা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ সময় দেখতে পান কয়েকটি ছাগলে আমগাছ খাচ্ছে। তিনি গাড়ি থেকে নেমে ছাগল তাড়িয়ে দিলে এলাকার আফিজদ্দিনের স্ত্রী আছুরা খাতুন ও মেয়ে ছোট খাতুন ছুটে গিয়ে শিক্ষকের স্ত্রীকে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে শিক্ষকের স্ত্রী কহিনুর গালিগালাজ করতে নিষেধ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে আছুরা ও তার মেয়ে ছোট। শিক্ষকের স্ত্রী শিক্ষককে মোবাইলে ঘটনা জানালে তিনি ছুটে আসেন পুকুরপাড়ে। ওস সময় আফিজদ্দিন ও তার ছেলে লিখন শিক্ষককে গালিগালাজ করতে করতে কয়েকটি আমগাছ কেটে দেয়। এ বিষয়ে রাতেই আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন শিক্ষকের স্ত্রী কহিনুর খাতুন।