আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত

 

স্টাফ রিপোর্টার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল। গতকাল রোববার সকালে আন্দোলনরত শিক্ষকদের ওপর ওই হামলার প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। জাফর ইকবাল বলেন, যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিলো, সে স্লোগানের এতো বড় অপমান আমার জীবনে দেখিনি। তিনি আরো বলেন, হামলাকারীরা যদি আমার ছাত্র হয়ে থাকে, তাহলে আমার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। কয়েকজন শিক্ষকের সাথে দুর্ব্যবহার করার অভিযোগে উপাচার্য আমিনুল হক ভূইয়ার অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সকাল সাড়ে ৮টার দিকে তাদেরকে মারধর করে সেখান থেকে সরিয়ে দেয় ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ কর্মীরা সরকার সমর্থক সাত শিক্ষককে মারধর করে। তাদের ধাক্কায় অধ্যাপক ইয়াসমিন হক মাটিতে পড়ে যান। ছাত্রলীগের এক কর্মীকে এ সময় এক শিক্ষকের গায়ে লাথি মারতেও দেখা যায়। জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার কোনো পরিবেশ আছে? ছাত্রলীগ আমার গায়ে হাত তুলেছে। অন্য শিক্ষকদের গায়ে হাত তুলেছে।