আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩০

 

 

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানেরপাকটিকা প্রদেশে গাড়িবোমা বিস্ফোরণে ৩০ জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহতহয়েছেন।গতকাল মঙ্গলবার জনবহুল বাজারে এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারেবলে কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন৷ বিস্ফোরণে বহু দোকান ক্ষতিগ্রস্তহয়েছে৷ ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছে বহু মানুষ।
স্থানীয় উপপুলিশ প্রধান নিসার আহমেদ আবদুলরহিমজাই বলেন, পুলিশ আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে গেছে।পাকিস্তানেরসীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান অঞ্চল লাগোয়া আফগানিস্তানের পাকটিকাপ্রদেশ। কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের সামরিক বাহিনী উত্তর ওয়াজিরিস্তানথেকে তালিবানকে হটিয়ে দেয়। এরা আফগানিস্তানে গিয়ে এ হামলা চালাতে পারে বলেধারণা করা হচ্ছে। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি জনবহুল বাজারের মধ্যে ঢুকেবিস্ফোরণ ঘটায়। জেলা গভর্নর মোহাম্মদ রাজা খারোটি জানান, বেশ বড়সড়বিস্ফোরক ছিলো। তাই এর বিস্ফোরণে বহু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষমারা গেছে আর অনেকে ধ্বংসস্তুপে আটকা পড়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারেবলে তিনি জানালেন।এদিকে কাবুলে রাস্তার পাশে পেতে রাখা বোমায়প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের গণমাধ্যম কার্যালয়ের দু কর্মী নিহত এবংপাঁচজন আহত হয়েছে। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।