আন্দুলবাড়িয়া বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী হাবিলের বরখাস্তের আদেশ নিয়ে প্রতিক্রিয়া

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আলোচিত নৈশপ্রহরী হাবিলকে সাময়িক বরখাস্তের আদেশ নিয়ে এলাকার সুধী, শিক্ষানুরাগী ও অভিভাবক মহলে প্রশ্ন উঠেছে। গতকাল বিভিন্ন মহলে এ আলোচনা ছিলো সরব। অভিজ্ঞ মহল বলেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত বরখাস্তের আদেশপত্র নীতিমালা পরিপন্থি। এর আইনগত কোনো বৈধতা নেই। স্থানীয় বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুর রহমান প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এটা আইওয়াশ মাত্র। প্রধান শিক্ষক স্বাক্ষরিত বরখাস্তের আদেশপত্র লোক দেখানো ও তাকে রক্ষা করার পাঁয়তারা বলে তিনি মন্তব্য করেন। এ সর্ম্পকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন. আইনি জটিলতার কারণে বিদ্যালয়ে বর্তমানে ম্যানেজিং কমিটির সভাপতি না থাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পরার্মশে এ বরখাস্তের আদেশ দেয়া হয়েছে। এ আদেশের বৈধতা আছে কি-না এমন প্রশ্নের মুখে তিনি কোনো মন্তব্য করেননি।