আন্দুলবাড়িয়া ইউনিয়ন প্রার্থী বাছাইয়ে আ.লীগের বর্ধিতসভা মুলতবী ঘোষণা

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: ইউপি র্নিবাচনে দলীয় একক চেয়ারম্যান প্রার্থী র্নিবাচনে আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিতসভা মুলতবী করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সভাকক্ষে সভা চলাকালে সন্ধ্যায় হট্টগোল ও বিশৃঙ্খলা দেখা দেয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃবৃন্দ সভা মুলতবী ঘোষণা করেন।
জানা গেছে, শেখ হাসিনার নির্দেশ মোতাবেক ইউপি নির্বাচনে একক দলীয় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে জরুরি বর্ধিতসভা তলব করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় ৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মির্জ্জা হাকিবুর রহমান লিটন সভায় ২টায় চিঠি পাঠিয়ে ৪টায় বর্ধিত সভা করার আপত্তি জানিয়ে সময় প্রার্থনা করলে উত্তোজনা দেখা দেয়। পুলিশ ও উপস্থিত নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সভা মুলতবী ঘোষণা করেন। সভাপতি শেখ মোক্তার হোসেন জানান, বিশৃঙ্খলা দেখা দেয়ায় সভা মুলতবী ঘোষণা করা হয়েছে। একাধিক দলীয় প্রার্থী থাকায় প্রতীক বরাদ্দ করা হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক প্রার্থীকে ৩ হাজার টাকা জামানত জমা দিতে হবে। আগামী ২২ ফেরুয়ারি বিকেল ৩টা থেকে ৫টা পর্য়ন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ইউনিয়ন কমিটির ৬৩ জন ভোটারের মধ্যে ৭ জনের মুত্যু ও ৬ জন বাইরে অবস্থান করায় ৫০ জন ডেলিগেট গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী র্নিবাচন করবেন। দলীয় চেয়ারম্যান প্রার্থীগন হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম মোক্তার (গরুরগাড়ি), সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো (ছাতা), ইউনিয়ন যুবলীগের সভাপতি বাজার কমিটির সভাপতি মির্জ্জা হাকিবুর রহমান লিটন (আনারস), ছাত্রলীগ নেতা সামসুজোহা (তালা)। যুবলীগ নেতা এসএম আশরাফুজ্জামান টিপু প্রার্থিতা প্রত্যাহর করে নিয়েছেন বলে জানা গেছে।