আন্দুলবাড়িয়ায় ৫০ বিঘা জমিতে কপির বীজতলা তছরুপ

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: প্রায় ৫০ বিঘা জমিতে রোপণ করা কপির বীজতলা চারা ধারালো অস্ত্র দিয়ে কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীররাতে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কর্চ্চাডাঙ্গা মন্দিরতলা মাঠে অজ্ঞাত দুর্বৃত্তদল এ তাণ্ডব চালায়। গতকাল সকালে ক্ষতিগ্রস্ত কপিচাষিরা ক্ষেতে গিয়ে এ দৃশ্য দেখে রাগে-ক্ষোভে বাকরুদ্ধ হয়ে পড়েন।

জানা গেছে, কর্চ্চাডাঙ্গা জোলপাড়া ঘনু মণ্ডলের ছেলে তছের আলী, মহর আলী মণ্ডলের ছেলে ইউপি সদস্য রবিউর ইসলাম, মল্লিক মণ্ডলের ছেলে আকিদুল ইসলাম, তছের আলীর ছেলে ইসমাইল হোসেন, কালো চাঁদ মণ্ডলের ছেলে জাহাবক্স, মেহের আলী মণ্ডলের ছেলে মুকুল ও মল্লিক মণ্ডলের ছেলে শফি সম্প্রতি আগাম মুনাফা লাভের আশায় কর্চ্চাডাঙ্গা মন্দিরতলা মাঠে কপির বীজতলা তৈরি করেন। প্রায় ৫০ বিঘা জমিতে রোপণযোগ্য চারা দু-একদিনের মধ্যে লাগানোর জন্য জমিও তৈরি করেন তারা। এরই মধ্যে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কেটে সাবাড় করে দিয়েছে। যার ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত কৃষকরা দাবি করেন।