আন্দুলবাড়িয়ায় ভোটকেন্দ্রে দায়িত্বপালনকারী গ্রামপুলিশের টাকা না পেয়ে ক্ষোভ

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: ১০ম জাতীয় সংসদ র্নিবাচনে আন্দুলবাড়িয়া ইউনিয়নের ৮ গ্রামপুলিশ ভোটকেন্দ্রে দু দিন নিরাপত্তার দায়িত্ব পালন করে টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। দফাদার সরুপ আলী জানান, অন্যবার ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালনে আনসার-ভিডিপি সদস্যদের ন্যায় প্রশাসন গ্রামপুলিশ সদস্যদের পারিশ্রমিক প্রদান করে থাকে। এবার প্রশাসনের আদেশ-নির্দেশ অনুযায়ী প্রত্যেক গ্রামপুলিশ সদস্য ভোটকেন্দ্রে দু দিন নিরাপত্তার দায়িত্ব পালন করেন। দায়িত্ব শেষে আনসার-ভিডিপি সদস্যদের পারিশ্রমিক প্রদান করা হলেও গ্রামপুলিশ সদস্যদের কোনো বরাদ্দ দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে। তিনি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালনকারী অবহেলিত গ্রামপুলিশ সদস্যদের অবিলম্বে পারিশ্রমিক প্রদান করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।