আন্তর্জাতিক মাতৃভাষা বাংলার প্রতি সম্মান দেখিয়ে ভারতীয় ৬ ভাষাদরদী আলমডাঙ্গা ভ্রমন করলেন

আলমডাঙ্গা ব্যুরো: আন্তর্জাতিক মাতৃভাষা বাংলার প্রতি সম্মান দেখিয়ে ভারতীয় ৬ ভাষাদরদীর্ সুদূর কোলকাতা থেকে ঢাকা ৪র্থ বার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ দিতে বাংলাদেশে আসেন। তাঁরা ১৬ তারিখে দর্শনা পৌছেন এবং ১৭তারিখ বুধবার আলমডাঙ্গা ভ্রমন করেন। গত বুধবার দুপুরে তাঁরা দর্শনা হয়ে আলমডাঙ্গায় আসেন। এসময় তাদেরকে উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন ও ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন স্বাগত জানান।
জানা গেছে ১৪ ফেব্রুয়ারী কোলকাতার দেশপ্রিয় পার্কের ভাষামঞ্চ থেকে সাইকেল যাত্রার সূচনা করেন । কলকাতা থেকে ঢাকা পর্যন্ত সাইকেল যাত্রার নাম দেওয়া হয়েছে ভাষাসূত্র। দলটি বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন ও ভাইস চেয়ারম্যান কাজী খালের রহমান অরুন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরের খাওয়া দাওয়া করেন। সাইকেল যাত্রার ৬ সদস্য হলেন কোলকাতার স্বরজিত রায়, চন্দন নগর সুখেন্দু ব্যার্ণাজি, হুগলির নিলাব্জ ঘোষ, কোলকাতার শক্তিময় ব্যাণার্জি, হুগলির চুচুড়িয়ার জয় শঙ্কর মন্ডল ও উত্তর চব্বিশ পরগোনার বিপ্লব কুমার দত্ত। গত বুধবার ভারতীয় ৬ ভাষাদরদী আলমডাঙ্গা ভ্রমন শেষে কুষ্টিয়া গিয়ে রাত্রী যাপন করেন। কুষ্টিয়া থেকে রাজবাড়ি ভ্রমন করবেন। এরপর রাজবাড়ি থেকে মানিকগঞ্জ হয়ে ২০ ফেব্রুয়ারী রাতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মাল্যদান করবেন। পরে ভারতের সাইকেল ভ্রমন কারীদলটি দর্শনা হয়ে কোলকাতার উদ্দেশ্যে রওনা করবেন।এর আগে তারা ২০১২ সালে, ২০১৩ সালে ও ২০১৫ সালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ দিতে বাংলাদেশে আসেন।