আধঘণ্টার প্রধানমন্ত্রী!

 

 

মাথাভাঙ্গা মনিটর: মাইক্রো  ব্লগিং সাইট টুইটারে আধঘণ্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন লক্ষ্ণৌর তরুণ কাসের আলী।ঘটনাহচ্ছে, দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং আর হবু প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি যখন টুইটারে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট পিএমওইন্ডিয়া (প্রাইম মিনিস্টারস অফিস ইন্ডিয়া) দখল নিয়ে রীতিমতো লড়াই করছেন তখনই মাত্রআধা ঘণ্টার অ্যাকাউন্টটির দখল নিয়েছিলেন কাসের। কিছুক্ষণ পর অবশ্য #Handlegate- ঢোকার পরই টনক নড়ে কাসেরের। এরপরই টুইট করে পুরো ঘটনার জন্যক্ষমা চেয়ে নেয় লখনউয়ের তরুণ। বদলে ফেলে হ্যান্ডলটিও।আন্তর্জাতিকগণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে কাসের বলেন, ‘আমি শুধু নিজের টুইটারঅ্যাকাউন্টকে আকর্ষণীয় করে তুলতে চেয়েছিলাম। যার কারণে একটা আকর্ষণীয় নামওদিতে চেয়েছিলাম। ‘পিএমওইন্ডিয়া’ (প্রাইম মিনিস্টারস অফিস ইন্ডিয়া) নামেচেষ্টা করার সময় ওই নামটি ফাঁকা পেয়ে সঙ্গে সঙ্গেই তা নিজের নামে নিয়েনিই।’প্রসঙ্গত, কংগ্রেস নেতা মনমোহন সিংয়ের দপ্তর থেকে @PMOIndia নামে টুইটার অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। তবে বিজেপি নেতারা এখন ওইঅ্যাকাউন্টটির দখল চান। বিজেপির এ দাবিতে সাড়া দেয়নি মনমোহন সিংয়েরবাহিনী। পরে অবশ্য অ্যাকাউন্টটিকে @PMOIndiaArchive নামে রূপান্তর করে তানিজেদের কাছেই রেখে দেয় মনমোহন সিং বাহিনী।