আগাছা মারার বিষ প্রয়োগে ধঞ্চের আবাদ নষ্ট করার অভিযোগ

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার কোমরপুরে আগাছা মারা কীটনাশক দিয়ে ৭ বিঘা  জমির ধঞ্চেগাছ নষ্ট করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারী জমির মালিক হোসেন আলী মল্লিক অভিযোগ করে বলেন, আমার ভোগ দখলীয় ১০ বিঘা জমিতে ধঞ্চে চাষ করেছিলাম। গত সোমবার দিনগত রাতে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর পশ্চিমপাড়ার আরজুল্লাহ মল্লিকের ছেলে আমিনুল, মমিনুল, মিজানুল, মাকছেদুলসহ ১০-১২ জন ক্ষতি কারক রাসায়নিক পদার্থ দিয়ে জমিতে থাকা ৭ বিঘা জমির ধঞ্চে নষ্ট করে দিয়েছে।

অপরাদিকে অভিযুক্তদের পক্ষে বলা হয়েছে, হোসেন আলীর অভিযোগ মনগড়া। চক্রান্তমূলক। তবে অভিযোগকারী বলেছেন, জমি নিয়ে বিরোধের জের ধরে ওরা আমার বড় ক্ষতি করেছে।