আইএস প্রধান বাগদাদি নিহত? জল্পনা তুঙ্গে

 

মাথাভাঙ্গা মনিটর: মার্কিন বিমান হামলায় আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন। আইএস প্রভাবিত আরবি সংবাদ সংস্থা আল-আমাকের বরাত দিয়ে এমনটা দাবি করছে ইরানের সরকারি সংবাদমাধ্যম এবং তুর্কি সংবাদপত্র ইয়েনিস শফক।

গতকালই এক ইরাকি টিভি চ্যানেল দাবি করেছিলো, গত রোববার মার্কিন বিমান হানায় জখম হয়েছেন বাগদাদি। বলা হয়, আইএস ঘাঁটি মসুল থেকে ৬৫ কিলোমিটার পশ্চিমে মার্কিন জোটের বিমান হানায় বাগদাদি গুরুতর আহত। নতুন বিবৃতিতে দাবি করা হয়েছে, আবু বকর আল-বাগদাদি রমজানের পঞ্চম দিনে রাক্কায় (সিরিয়া) জোট বাহিনীর বিমান হানায় নিহত হয়েছেন।

তবে মার্কিন জোট সেনা সূত্রে এখনও এর সত্যতা স্বীকার বা অস্বীকার কোনোটাই করা হয়নি। বাগদাদির মাথার দাম আড়াই কোটি ডলার। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের অফিসারদের উদ্ধৃত করে সে দেশের টিভি নেটওয়ার্ক সিএনএন জানাচ্ছে, গত ছ’মাস ধরে বাগদাদি মসুল এবং আশপাশেই ঘোরাফেরা করছিলেন।