অস্ত্র মামলায় গাংনীর আড়পাড়ার চরমপন্থি নাজিরুল হকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

 

মেহেরপুর অফিস: মেহেরপুর গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের চরমপন্থি নাজিরুল হককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুন্যাল ৪র্থ আদালতের বিজ্ঞ বিচারক তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে ওই আদেশ দেন। চরমপন্থি নাজিরুল হক গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের নূর হকের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ৪ জানুয়ারি গাংনী থানার এসআই আশাদুজ্জামান গোপন সংবাদ পেয়ে উপজেলার আড়পাড়া গ্রামে নাজিরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার দেয়া তথ্য মোতাবেক পুলিশ তার বসতবাড়ি থেকে একটি শর্টগান ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় এসআই আশাদুজ্জামান বাদী হয়ে চরমপন্থি নাজিরুল হকের বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। পরে প্রাথমিক তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট প্রেরণ করেন। ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক ওই আদেশ দেন। মামলায় আসামিপক্ষের কৌসুলি ছিলেন এমএম রোস্তম আলী ও সরকার পক্ষের কৌসুলী ছিলেন এপিপি মিনাপাল।