অস্ত্র ও গুলিসহ ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ

 

স্টাফ রিপোর্টার: অস্ত্র ও গুলিসহ পুলিশের কাছে আত্মসর্মপণ করেছেন একছাত্রলীগ নেতা। মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি পুলিশেরতালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী দুটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামিনিজাম বাহিনীর প্রধান নিজাম উদ্দিন মুন্না বিদেশি বন্দুক ও ১৯৮ রাউন্ডগুলিসহ সদর থানা পুলিশের কাছে আত্মসর্মপণ করেন। তিনি সদর উপজেলার হাজিরপাড়াইউনিয়নের ইউসুফপুপর গ্রামের মৃত লুৎফুর রহমানের ছেলে। বিভিন্ন রাজনৈতিককর্মসূচিতে অস্ত্র নিয়ে মুন্না অংশগ্রহণ করতেন বলে জানিয়েছেনপ্রত্যক্ষদর্শীরা। মুন্না পুলিশের কাছে ধরা দেয়ার খবর শুনে লক্ষ্মীপুর জেলাপ্রশাসক একেএম টিপু সুলতান সদর থানায় ছুটে যান। তার আত্মসর্মপনের খবরছড়িয়ে পড়লে লক্ষ্মীপুরের পূবাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেআসে। পুলিশ সুপার কার্যালয় তিনি জানান, নিজের ভুল বুঝতে পেরে সে অস্ত্রগুলিসহ পুলিশের কাছে ধরা দিয়েছে। সে স্বাভাবিক জীবনে ফিরতে চায়। সদর থানারওসি ইকবাল হোসেন জানান, পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও দুটি হত্যামামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি নিজাম উদ্দিন মুন্না দুপুরে সদর থানায়আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একেপয়েন্ট টুটু ৪৭ গান,১৯৮ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাকেগ্রেফতারের জন্য পুলিশ কয়েকবার বিভিন্ন স্থানে অভিযান চালায়। কিন্তু তাকেআমরা ধরতে পারিনি। গতকাল মঙ্গলবার তিনি আমাদের কাছে আত্মসর্মপণ করেছেন।