অস্ট্রেলিয়ায় মুসলিমদের প্রথম রাজনৈতিক দল

Dia+mohamed

 

মাথাভাঙ্গা মনিটর: বহু জাতির দেশ অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো মুসলিমদের প্রতিনিধিত্ব করার ঘোষণা দিয়ে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি নামের দলের যাত্রা শুরুর ঘোষণা দিয়ে এর প্রতিষ্ঠাতা দিয়া মোহামেদ বলেছেন, মুসলিমদের পক্ষে জোরালো কণ্ঠস্বরের চাওয়া থেকে তিনি দল গড়েছেন। অস্ট্রেলিয়ায় আগামী ফেডারেল নির্বাচনে সিনেটের সদস্য পদে প্রার্থী দেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। প্যারিসে হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যায় উগ্র মুসলিমদের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসার মধ্যে অস্ট্রেলিয়ায় মুসলিম পার্টি খোলার পক্ষে যুক্তি দিয়েছেন ৩৪ বছর বয়সী ব্যবসায়ী দিয়া মোহামেদ। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আগামী দিনগুলোতে অনেক প্রশ্ন উঠতে যাচ্ছে এবং সে কারণেই আমরা এই দল গঠন করেছি। প্যারিস হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ইসলামে সুনির্দিষ্টভাবে নিরাপরাধ মানুষ হত্যাকে নিষেধ করা হয়েছে। তবে প্যারিসে হামলার মতো কোনো ঘটনার প্রেক্ষাপটে কোনো মুসলিম দেশে অভিযান সমর্থন করবেন না তারা। অতীতে এটা কেমন কাজ করেছে আসুন সেদিকে নজর দিই। আমরা আফগানিস্তানে অভিযান চালিয়েছি… আমরা ইরাকে অভিযান চালিয়েছি এবং আমরা এখন বিভ্রান্তির মধ্যে আছি। সুতরাং অতীতে যা কাজ করেনি, এমন কিছুকে আমি সমর্থন করব? না। দল গড়ার কারণ ব্যাখ্যায় দিয়া মোহামেদ বলেন, “ইসলাম ও মুসলিমদের বিরোধিতাকারী অনেক দল রয়েছে এখানে। তবে এখন পর্যন্ত মুসলমানদের কোনো আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব নেই।