অর্থমন্ত্রীকে রাস্তায় নেমে পকেট কাটতে হবে

 

স্টাফ রিপোর্টার: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপের কড়া সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাজেট ঘাটতি মেটাতে এরপর অর্থমন্ত্রীকে রাস্তায় নেমে জনগণের পকেট কাটতে হবে। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে স্বাধীনতা ফোরাম এ আলোচনাসভার আয়োজন করে। ২০০৭ সালে ৩ সেপ্টেম্বর কারাবন্দি হয়ে ৩৭২ দিন কারাবাস শেষে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পান। ভ্যাট আরোপকে সরকারের বৈষম্যনীতির ফসল মন্তব্য করে গয়েশ্বর বলেন, আমরা বলতে চাই- শিক্ষার অধিকার সবার। রাষ্ট্রকে প্রত্যেকের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। এখানে বৈষম্য কেন? তিনি অভিযোগ করে বলেন, ছেলেমেয়েদের জিপিএ ফাইভ দিতে দিতে বস্তাভর্তি, তারা মাথায় করে নিতে পারে না। জিপিএ ফাইভ পাওয়ার পরেও তারা ভর্তি হতে পারে না। এ জিপিএ ফাইভ দিয়ে তারা কি আঁচার খাবে? তারা মেধাবী শিক্ষার্থী, তাদের ভর্তি হওয়ার অধিকার দেবেন না?