অভিশপ্তস্মৃতি ইরানি

মাথাভাঙ্গা মনিটর: নারী হয়ে জন্ম নেয়ায় পরিবারের জন্যঅভিশাপ বা বোঝাহিসেবে মনে করা হয়েছিলো ভারতের বর্তমান মানব সম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে। এ ভেবে তাকে মেরে ফেলারও পরামর্শ দিয়েছিলেন তারপরিবারের ঘনিষ্ঠ কেউ একজন।তবে ভাগ্যগুণে বেঁচে থাকতে পেরেবর্তমানে পৃথিবীর বৃহত্তম জনগোষ্ঠীর দেশ ভারতের মানব সম্পদ উন্নয়নের দায়িত্ব কাঁধেনিয়েছেন সৌভাগ্যবান এ নারী।সম্প্রতি শিক্ষার্থীদেরউদ্দেশে দেয়া এক বক্তব্যে প্রথমবারের মতো নিজের সম্পর্কে এমন তথ্য দিয়েছেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।কন্যা ভ্রুণ নষ্ট করা নিয়ে এক শিক্ষার্থীর করাপ্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। তবে কে তাকে মেরে ফেলার পরামর্শ দিয়েছিলো সেবিষয়টি অস্পষ্টই রাখেন তিনি।বিষয়টি আমি প্রথমবারের মতো প্রকাশ করছি। যখনআমার জন্ম হয়; কেউ একজন আমার মাকে এসে বুঝালো-মেয়ে শিশু তো বোঝা (বেটি তো বোঝ হতিহ্যায়)। এজন্য আমাকে যেনো মেরে ফেলা হয় সে পরামর্শও দেয়া হয়। কিন্তু আমার মা ছিলেনসাহসী। তাই তিনি এমনটি করেননি।সে কারণেই আজ এখানে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে, বলেন স্মৃতি ইরানি।তিনি বলেন, এ ধরনের কুসংস্কার দূর করতে হবে এবং এটাইআমাদের সরকারের অগ্রাধিকারমূলক কাজ।