অবশেষে পদত্যাগ করলেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান

 

 

স্টাফ রিপোর্টার: জালিয়াতিরঅভিযোগে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন সরকারি খাতের বিশেষায়িত বেসিক ব্যাংকেরচেয়াম্যান আবদুল হাই বাচ্চু। গতকালশুক্রবার তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুলমুহিতের কাছে পদত্যাগপত্র দিয়েছেন। সূত্র জানায়, সরকারের নির্দেশে তিনি পদত্যাগকরেছেন। এরপর গত ২৯ মে ব্যাংকটির পর্ষদ ভেঙে দেয়ার জন্য অর্থন্ত্রণালয়েচিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। এছাড়াও ব্যাংকটির এমডিকে অপসারণ এবং ৩টি শাখায়ঋণ বিতরণ বন্ধ করে দেয়া হয়।আর্থিক অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।তবে অর্থনীতিবিদরা বলছেন. দায়িত্ব থেকেঅব্যাহতি দিলেও তাকে জালিয়াতির দায় থেকে মুক্তি দেয়া যায় না। ঋণকেলেঙ্কারির বিষয়টি তদন্ত করে ফৌজদারি আইনে তার বিরুদ্ধে মামলা করতে হবে।সূত্রজানায়, ঋণ জালিয়াতিসহ ব্যাপক অনিয়মের অভিযোগের পর বাংলাদেশ ব্যাংকেরডেপুটি গভর্নর নাজনীন সুলতানাকে প্রধান করে ব্যাংকিং খাতে জালিয়াতি রোধেজড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় সে বিষয়ে সুপারিশ করতে ৪ সদস্যেরকমিটি গঠন করে বাংলাদেশ ব্যাংক। ওই কমিটির সুপারিশের আলোকে গত ২৫মেপ্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামকে অপসারণ করাহয়। তবে সূত্র জানায়, জালিয়াতির নেপথ্যে রয়েছে ব্যাংকটির চেয়ারম্যান।