অবরোধে হতাহত ভাঙচুর হলে ক্ষতিপূরণ দেবে সরকার

 

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অবরোধে হতাহত ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস মালিক ও শ্রকিদের ক্ষতিপূরণ দেবে সরকার। এ জন্য ক্ষতিগ্রস্ত গাড়ি বা ব্যক্তির প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে জমা দিতে তিনি অনুরোধ জানিয়েছেন। বিএনপির ডাকা লাগাতার অবরোধরে পঞ্চম দিন শুক্রবার বিকালে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন

এদিকে লঞ্চ চলাচলা ও ট্রেন চলাচল শুরু থেকে স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনা এড়াকে ট্রেন চলছে ধীর গতিতে। সকাল থেকে রাজধানীর তিনটি টার্মিনাল থেকে বিলাস বহুল বাসসহ বিভিন্ন পরিবহনের বাস চলাচলা শুরু করেছে। তবে যাত্রী সংকটের কারণে ছেড়ে যাওয়া বাসের সংখ্যা কিছুটা ছিলো। বিকালে গাবতলী মাজার রোডে জমিদার বাড়িতে  পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে এ বৈঠক আরো উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী  মশিউর রহমান রাঙ্গা ও স্থানীয় এমপি আসলামুল হক।