অনেক যাজকই শিশু নিপীড়ক

মাথাভাঙ্গা মনিটর: ক্যাথলিক গির্জার অনেক যাজকই পিডোপাইলস (শিশুদের প্রতি যৌন আসক্তি) আক্রান্ত। শিশু নিপীড়নকারী এমন যাজকের সংখ্যা প্রায় ২ শতাংশ।শিশুদেরসাথে এ ধরনের অসদাচরণকে গির্জার কুষ্ঠরোগবলে পোপ মন্তব্য করেন। তাদের বিরুদ্ধেব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। জনদাবির পরিপ্রেক্ষিতে শিশুদের প্রতিধর্মবেত্তাদের যৌন নিপীড়নের বিরুদ্ধে খড়গহস্ত হওয়ার আহ্বান জানান পোপ।তবেভ্যাটিক্যানের একজন ‍মুখপাত্র দাবি করেন, এ বিষয়ে পোপের বক্তব্য পত্রিকাটিরপ্রতিবেদনে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। রোমে বিবিসি’র প্রতিবেদক ডেভিট উইলিওজানান, পোপের অনানুষ্ঠানিক ওই বক্তব্য নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে।পোপেরবরাত দিয়ে পত্রিকাটি জানায়, তার উপদেষ্টাদের বিবরণ মতে, বিশ্বের গির্জা সংশ্লিষ্টদু শতাংশ ধর্মীয় ব্যক্তি ‘চাইল্ড অ্যাবিউজ’ বা শিশু যৌন হয়রানির সাথে জড়িত। চারলাখেরও বেশি যাজকের মধ্যে অন্তত আট হাজার এই অপরাধে জড়িত বলে পত্রিকাটির খবর।