অনুপ চেটিয়ার বিনিময়ে নূর হোসেন ফিরছেন

 

 

স্টাফ রিপোর্টার: উলফা নেতা অনুপ চেটিয়ার সাথে নারায়ণগঞ্জ সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বিনিময় করা হবে। ভারত-বাংলাদেশ বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় হবে এটি প্রথম বন্দী বিনিময়। ভারতের প্রভাবশালী একটি সংবাদ মাধ্যম গতকাল বৃহস্পতিবার একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত দু দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বন্দী বিনিময় প্রক্রিয়াটি নির্ভর করছে আদালতের নির্দেশের ওপর। কারণ অবৈধ অনুপ্রবেশের জন্য পুলিশ নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র ইতোমধ্যে আদালতে দাখিল করেছে। এ ব্যাপারে বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমার বলেন, বিচার প্রক্রিয়া খুব শিগগির শুরু হবে। কারা কর্তৃপক্ষ জানায়, নূর হোসেন ও তার দু সহযোগী সুমন খান এবং ওবাইদুর রহমান ইতোমধ্যে ৮০ দিন জেল খেটেছেন। তারা শিগগিরই ছাড়া পেতে পারেন। একজন জ্যেষ্ঠ কারা কর্মকর্তা বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে সাধারণত ৬০ থেকে ৭০ দিন কারাবাসের শাস্তি পান। উল্লেখ্য, বাংলাদেশ-ভারতের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর হয় ২০১৩ সালের ২৮ জানুয়ারি।