অধিক মুনাফা অর্জনে মুজিবনগরে মৎস্য চাষিদের পরামার্শ ও আলোচনা অনুষ্ঠিত

 

মুজিবনগর প্রতিনিধি: কিভাবে মৎস্য চাষে অধিক মুনাফা অর্জন করা যাই সে বিষয়ে মুজিবনগর সোনালী মৎস্য সমবায় সামতির চাষিদের নিয়ে দিনব্যাপী পরামার্শ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মুজিবনগর বড়নাগার বিলে সোনালী মৎস্য সমবায় সামতির আয়াজনে ও উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় এ পরামার্শ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মেছবাহুল। সভাপতিত্ব করেন সোনালী মৎস্য সমবায় সামতির সভাপতি কাশেদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য অফিসার শহিদুল ইসলাম ও গাংনী উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আক্কাস আলী, ক্ষেত্র সহকারী ফজলুল হক, সাজ্জাদ হোসেন ও সোনালী মৎস্য সমবায় সামতির সম্পাদক শাহিন, সদস্য আবু নাইম প্রমুখ।