অত্যাচার-নির্যাতনের শিকার মোমিনপুর ইউনিয়নের দু ব্যক্তির বাড়ি পরিদর্শন করলেন হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি

স্টাফ রিপোর্টার: অত্যাচার-নির্যাতনের শিকার চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের দু ব্যক্তির বাড়ি পরিদর্শন করলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল বুধবার বিকেলে হামলার শিকার মাছেরদাড়ি গ্রামের নুর জামাল ও কাথুলী ইউনিয়নের জাকির হোসেনের বাড়ি পরিদর্শন করেন এবং হামলার শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বাড়ি পরিদর্শনকালে হামলার শিকার পরিবারের পক্ষ থেকে বলা হয় মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুকের লোকজন আমাদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে। অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের শেষ করে ফেলবে।
এলাকাবাসী আরো জানায়, ফারুক চেয়ারম্যানের একটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র আছে। লাইসেন্সের আড়ালে আরো একাধিক অস্ত্র নিয়ে সে ও তার ক্যাডার বাহিনী এলাকায় তাণ্ডব চালায়। সাধারণ মানুষ তার অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের উপস্থিতিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলে, অতিসত্বর ফারুক চেয়ারম্যানের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হোক। তা না হলে এলাকার সাধারণ মানুষ আরো হামলার শিকার হবে। হামলার স্থান পরিদর্শনকালে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন হামলার শিকার পরিবারগুলোকে ও এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আমি প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তির, মহিলা আওয়ামী লীগ নেত্রী শেফালী খাতুন, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, ছাত্রলীগ নেতা খালিদ প্রমুখ।