অজ্ঞানপাটির খপ্পরে পড়ে সর্বস্ব খুঁইয়ে হাসপাতালে এক ব্যবসায়ী

 

স্টাফ রিপোর্টার: অজ্ঞানপাটির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন এক ব্যবসায়ী। তিনি খুলনা গীলা তলার মৃত সৈয়দ বদর আলীর  ছেলে সরকারি খাদ্য সরবরাহ ঠিকাদার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহাম্মদ আলী (৫৮)। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে ১১টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেন পৌঁছুলে একজন গার্ড তাকে অজ্ঞান অবস্থায় রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক চিকিৎসায় তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। পরে ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, গতকাল শনিবার সকালে রাজশাহী সাহেব বাজার যাওয়ার উদ্দেশে বেনাপোল কমিউটার ট্রেনে নওয়াপাড়ায় আসেন তিনি। পরে যশোর  থেকে ট্রেনে ওঠার পর অপরিচিত দুজন লোকের দেয়া পানি, কলা ও বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়ি। তারপর কী ঘটেছে কিছু বলতে পারবো না। তবে তার প্যান্টের পকেটে থাকা চল্লিশ হাজার টাকা খোয়া গেছে বলেও তিনি জানান। পরে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গেছে।