পেটে বসাও চাকু

আহাদ আলী মোল্লা

বাকি খাবা দোকান থেকে
চাইলে টাকা রাগ হয়,
দেনা খেকো মানুষ এমন
ক্ষেপে ক্ষেপে বাঘ হয়।

কর্জ শোধের মুরোদই নেই
ধারে খাওয়ার যম তুমি,
ম্যান্তা গরুর মতোন বলেই
কথা বলো কম তুমি।

বাকি নিয়েই সরে পড়ো
ধারে দেনায় রোজ নাও,
ফায়দা হাসিল হওয়ার পরে
আর কি মোটে খোঁজ নাও?

খুব সেয়ানা ঘাগু জিনিস
সব ফাজিলের কাকু,
চাইলে টাকা দোকানদারের
পেটে বসাও চাকু।

সূত্র: (আলমডাঙ্গা আসাননগরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধ দোকানিকে চাকু মেরে রক্তাক্ত জখম)