টপ্পনী

 

খবর:(চিনির দাম বৃদ্ধি : ভোক্তাদের নাভিশ্বাস)

চিনির বাজার লাফ দিয়ে যায়

ঝাঁপ দিয়ে যায়

বারে বারে চাপ দিয়ে যায়

দামের বহর মাপ দিয়ে যায়

পাইনে খুঁজে নাগাল;

ধনী লোকের যা গাল-

ওরাই খেয়ে শেষ করে

বেশ করে!

 

ডায়বেটিসের মাত্রা বাড়ে

তবু দইয়ের কাতরা বাড়ে

খায় বেমালুম খায়;

সাত সকালে তাই

ভুঁড়ি মোড়া ধনী মানুষ

জোরে হাঁটেন পায়।

 

দফায় দফায় চিনির দর

জিনিস কেনাকিনির দর

বাড়ছে খালি বাড়ছে

গরিবে হায় ছাড়ছে!

 

-আহাদ আলী মোল্লা