চালক নাকি কর্তাই

আহাদ আলী মোল্লা

লিডার দাদা তোলেন চাঁদা
হরেক রকম খাতে,
ওনার নানান অত্যাচারে
কুলোয় না আর ধাতে।

চোখে মুখে মারছে ধুলো
গঙ্গাতে যায় পয়সা গুলো
খাত বোঝে না কেউ;
সাজছে বোকা শিক্ষিত লোক
রাজনীতিবিদ সেও।

তাই তো মানুষ করে যে হায়
চাঁদার থেকে চাচ্ছে রেহাই
এই যে ধকল চাঁদাবাজি
কোথায় গিয়ে বর্তায়;
সবাই জানে চাঁদার কলের
চালক নাকি কর্তাই।

সূত্র: (জীবননগর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির বেপরোয়া চাঁদাবাজি)