টিপ্পনী:

খবর: (জীবননগরের মুক্তিযোদ্ধার ভুয়া নাতি সেজে কারারক্ষীর চাকরি)

 

চাকরি নিবা বেশ তো ভালো নাতি

তবে অতো গোড়ায় গলদ রাখো

ভুয়া হয়েও ভীষণ মাতামাতি

চেহারাটা অমন কেন ঢাকো?

 

আস্ত গাঁড়ল তাইতো ধরা খেলে

হয়তো হলো মাথাটা খুব নিচু

বেকুব হলে চাকরি কি আর মেলে

অভিজ্ঞতা মিললো নাকি কিছু?

 

সোনার হরিণ ধরাই শেষে মাটি

লজ্জাতে মুখ দেখানো হয় ফের

নিজের গালে নিজেই মারে চাটি

নাতির মুখে চুন-কালি এক সের।

 

-আহাদ আলী মোল্লা