টিপ্পনী

 

খবর: (প্রশাসনকে ম্যানেজ করার নামে আলমসাধু থেকে টাকা আদায় সংগঠনের নেতাদের)

 

কারো পৌষ মাস এলো বুঝি এই

কারো কারো যায় বাঁশ,

হায়রে সর্বনাশÑ

টাকা তোলে কেউ তালে গোলমাল

বেটা যেন দেবদাস।

 

বিপদের মুখে ফেলে দিয়ে লোক

নেতারা তোলেন টাকা,

নজর করেন বাঁকাÑ

এতো কিছু হয় গোপনে গোপনে

চুপচাপ বড় কাকা।

 

সড়কে সড়কে চাঁদা ওঠে রোজ

দাদারা পাকায় গোল,

জোরে জোরে কয় তোলÑ

সুযোগের ফাঁকে সেটে নেয় ওরা

নিজেদের পাতে ঝোল।

 

-আহাদ আলী মোল্লা