টিপ্পনী খবর: (অবরুদ্ধ খালেদা জিয়া : বিএনপির যুগ্মমহাসচিব ব্যারিস্টার খোকন আটক)

 

আটক নাটক চলছে সারাদেশে

কতো মানুষ যাচ্ছে ফেঁসে ফেঁসে

খুন খারাবি চলছে গোলাগুলি

হচ্ছে খালি ব্যবসায়ীদের ঝুলি।

 

বন্দি ছাগল পার পেয়ে যায় গাঁড়া

হচ্ছে ধনী কতো হতচ্ছাড়া

কতো মানুষ মোটা আঙুল ফুলে

কেমন করে বলি এসব খুলে।

 

নেই ঘাটে জল অঘাটে জল ভরা

বললে কিছু খাচ্ছে নেতা ধরা

সময় খারাপ সময় খারাপ বেশ

শক্ত দু দল দেশের মারে তেশ!

 

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *