টিপ্পনী খবর:(মাথাভাঙ্গা নদীতে অসংখ্য কোমর : ব্যাহত হচ্ছে স্রোত)

 

 

নদী খেকো মানুষগুলো, খায়-

যেইখানে যা পায়

ওরা খুবই বেপরোয়া তাই

ছুটে বেড়ায় কেবলই ধান্দায়।

 

ওরা খালি নদীতে দেয় বাঁধ

সমাজপতি মামা মানিক চাঁদ

সারা গায়েই দাদ

মাছ খেকোদের মুখে খুবই স্বাদ।

 

কার কী এ যে চাল

ওদের কথায় ভীষণ রকম ঝাল

নদী মরে হচ্ছে যেন খাল

মাথাভাঙ্গার এ কী দশা হাল!

 

-আহাদ আলী মোল্লা