৩১ জন নিহতের পর আসামে সেনা মোতায়েন

মাথাভাঙ্গা মনিটর:তিন দিনে ৩১ মুসলিম অধিবাসীকে হত্যার পর ভারতেরআসাম রাজ্যে সেনা মোতায়েন করা হয়েছে। নৃতাত্ত্বিক গোষ্ঠিরবিচ্ছিন্নতাবাদীরা এসব অধিবাসীকে হত্যা করেছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। বিচ্ছিন্নতাবাদীদের ক্রমবর্ধমান তৎপরতার পর শনিবার চা শিল্পেরজন্য প্রসিদ্ধ এ রাজ্যটিতে সেনা মোতায়েন করা হয়।ভারতের চলমান লোকসভানির্বাচনে আসাম অঞ্চলের ভোট গ্রহণ শেষ হওয়ার পর পরই বিচ্ছিন্নতাবাদের তৎপরতা শুরুহয়।তাদের চলমান সহিংসতার তৃতীয় দিন শনিবার গুলিবিদ্ধ নয়টি লাশ উদ্ধার করেনিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিহত এ নয়জনের মধ্যে শিশু ও নারী ছয়জন।এসবহত্যাকাণ্ডের জন্য বোড়ো নৃগোষ্ঠির বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছেপুলিশ।লোকসভা নির্বাচনে বোড়োদের মনোনীত প্রার্থীর বিরোধীতা করার প্রতিশোধহিসেবে পরিকল্পিতভাবে এলাকার মুসলিম ধর্মাবলম্বীদের হত্যা করা হচ্ছে বলে জানাগেছে।বোড়োরা স্থানীয় বাথউ ধর্মের অনুসারী।গত বৃহস্পতিবার থেকেরাজ্যের বাক্সা ও কোকরাঝড় এলাকায় বোড়ো বিচ্ছিন্নতাবাদীরা মুসলিমদের লক্ষ্য করেহামলা শুরু করে।