২ ফ্রেব্রুয়ারি থাইল্যান্ডের নির্বাচন : অংশ নেবেন ইংলাক

মাথাভাঙ্গা মনিটর: সংসদ ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। আগামী ২ ফ্রেব্রুয়ারি দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে থাইল্যান্ডের সরকারি একটি সূত্র। আসন্ন নির্বাচনে অংশ নেবেন ইংলাক সিনাওয়াত্রা এমনটাই ক্ষমতাসীন দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারবিরোধী আন্দোলনের মুখে গতকাল সোমবার থাই পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ক্ষমতাসীন পুয়ে থাইপার্টির প্রধান জারুপং রুয়াঙ্গসুয়ান বলেন, ইংলাক অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। দলের সাথে তিনি কঠোর পরিশ্রম করেছেন। আমরা বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আর এ কারণেই পার্লামেন্ট ভেঙে দিয়েছি। আমরা চাই ডেমক্রেটিক পার্টি রাজপথের আন্দোলন ছেড়ে আসন্ন নির্বাচনে অংশ নেবে। এদিকে সোমবারও ব্যাংককের রাস্তায় মিছিল-সমাবেশ করেছে সরকার বিরোধীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *