হ্যা/না কেউ কম না! আজ ভোট : স্বাধীনতা না সেই অধীনতা?

 

মাথাভাঙ্গা মনিটর: আজ বৃহস্পতিবার স্কটল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যদিয়েই নির্ধারিত হবে স্কটল্যান্ডের ভবিষ্যত। হ্যা ভোট বিজয়ী হলে স্কটল্যান্ড একটি স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। আর না হলে সেই ব্রিটিশ অধীনতা ঘুচবে না। এদিকে গতকাল বুধবার শেষ দিনের প্রচারণায় উভয় পক্ষের নেতাকর্মী ও সমর্থকদেরকে বেশ তৎপর দেখা গেছে। স্বাধীনতার পক্ষে যেমন বড় বড় মিটিং-মিছিল হয়েছে ঠিক তেমনি স্বাধীনতা বিরোধীদের সভা-সমাবেশেও লোকজনের ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, স্বাধীনতা ইস্যুতে হ্যা এবং না এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কোনো কোনো জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, না ভোট সামান্য এগিয়ে রয়েছে। স্কটল্যান্ডের স্থানীয় সরকারের প্রধান আলেক্স স্যালমন্ড স্কটিশদের কাছে লেখা এক চিঠিতে স্বাধীনতার পক্ষে ভোট দিয়ে নিজেদের ভবিষ্যত নির্ধারণের ক্ষমতা নিজেদের হাতে নেয়ার আহ্বান জানিয়েছেন। একইসাথে ব্রিটেনপন্থিরা স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়ে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেছে। তারা বলেছে, ঐক্যবদ্ধ থাকলেই সবার মঙ্গল হবে।