হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পরিচিতি সভায়

স্টাফ রিপোর্টার: যশোর -৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন, সংগঠনের সকলেই ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগও ভয় পাবে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে আওয়ামী লীগ সরকারও আমাদের দাবি মেনে নেবে। আমরা সবাই স্বাধীনতার পক্ষের শক্তি। গতকাল যশোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রনজিৎ কুমার রায় আরো বলেন, শত চেষ্টা করেও দেশত্যাগের প্রবণতা রোধ করা যাচ্ছে না। এখনো দলে দলে হিন্দুরা ভারতে চলে যাচ্ছে। এমন একদিন আসবে যখন এ দেশে অর্থনৈতিক ভাবে সকলে শক্তিশালী হতে পারবেন। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি মাতৃভুমিতে বসবাস করার জন্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আহ্বান জানান।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ যশোর জেলা শাখার সভাপতি সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিমল রায় চৌধুরী, শিক্ষাবিদ ও সমাজসেবক তারাপদ দাস, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য অশোক রঞ্জন কাপুড়িয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতিমণ্ডলির সদস্য দিলীপ কুমার বিশ্বাস, অ্যাড. সুকুমার রায়, রবিন আর সন বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি অসীম কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, রবীন পাল, প্রত্যেক উপজেলার সভাপতি, দীপক বিশ্বাস, অনুপমা মিত্র প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নবগঠিত হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৫৩ সদস্য বিশিষ্ট জেলা শাখার কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি-স্বপন ভট্টাচার্য্য এমপি, সভাপতিমন্ডলীর সদস্য- শ্রী দিলীপ কুমার বিশ্বাস, এ্যাড. সুকুমার রায়, লরেন্স পান্ডে,  অনিল বিশ্বাস, রবিনসন আর বিশ্বাস, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, যুগ্ম সম্পাদক-তপন কুমার ঘোষাল, সুবোল কুমার রায়, কোষাধ্যক্ষ-যোগেশ পাল, সাংগঠনিক সম্পাদক-রবিন কুমার পাল, দিপক বিশ্বাস, বিপ্লব কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক-বিকাশ চন্দ্র মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক-তিমির ঘোষ, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. চিরন্তন মল্লিক, গণসংযোগ সম্পাদক-সুব্রত দত্ত (বাবু), মহিলা বিষয়সক সম্পাদিকা-অনুপমা মিত্র। এছাড়া রনজিৎ কুমার রায় এমপি, অশোক রঞ্জন কাপুড়িয়া, শ্যামল সরকার, বিশ্বনাথ দত্তসহ ৩৬ জনকে সদস্য করে মোট ৫৩ সদস্য বিশিষ্ট হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ যশোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। এছাড়া বিমল রায় চৌধুরী, তারাপদ দাস, যোসেফ সুধীন মন্ডল, রমেন মন্ডলসহ ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর নাম ঘোষণা করেন।