হাসপাতালে কাম্বলি

মাথাভাঙ্গা মনিটর: হৃদরোগে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান বিনোদ কাম্বলি। মুম্বাইয়ের একটি হাসপাতালে এখন চিকিৎসাধীন তিনি। গতকাল শুক্রবার সকালে গাড়ি চালানোর সময় হঠাত অসুস্থ হয়ে পড়েন কাম্বলি। সাথে সাথে তাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যান একজন মহিলা ট্রাফিক কর্মকর্তা। আগামী জানুয়ারিতে ৪২ বছর পূর্ণ করতে যাওয়া কাম্বলির হৃদরোগের সমস্যা অবশ্য নতুন নয়। গত বছরের জুলাইয়ে তার দুটো ধমনীতে এনজিওপ্লাস্টি করা হয়েছিলো। দারুণ প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান হলেও ১৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডের বেশি খেলার সুযোগ পাননি কাম্বলি। তবে টেস্ট ক্রিকেটে দারুণ এক অর্জন স্পর্শ করেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। ডন ব্র্যাডম্যান ও ওয়ালি হ্যামন্ডের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টানা দু টেস্টে দ্বিশতক করার দুর্দান্ত কীর্তির তিনি অধিকারী। ছেলেবেলার বন্ধু শচীন টেন্ডুলকারের সাথে কাম্বলির অসাধারণ এক কীর্তি আজো ক্রিকেট-ভক্তদের আলোচনার বিষয়বস্তু। ১৯৮৮ সালে একটি স্কুল টুর্নামেন্টে কাম্বলি ও টেন্ডুলকার ৬৬৪ রানের জুটি গড়েছিলেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে যা একটি বিশ্ব রেকর্ড। দুজনের বন্ধুত্বে অবশ্য অনেক দিন আগে চিড় ধরেছে। কয়েক বছর আগে একটি টিভি অনুষ্ঠানে কাম্বলি জানিয়েছিলেন, তার ক্রিকেট-জীবনের দুঃসময়ে টেন্ডুলকার সাহায্যের হাত বাড়িয়ে দেননি। তারপর থেকেই দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই। এমনকি অবসরের পর দেয়া পার্টিতে কাম্বলিকে আমন্ত্রণও জানাননি টেন্ডুলকার।