হারদী হাসপাতালের জরুরি বিভাগের মোবাইলফোনটি ডাক্তারের পকেটে!

 

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী হাসপাতালের জরুরি বিভাগের মোবাইলেফোনে কল দিয়ে কাজ হয় না। সেটি থাকে কর্তা ব্যক্তির পকেটে। ফলে সাধারণ মানুষ জরুরি কোনো প্রয়োজন মোবাইলে মেটাতে পারে না। দীর্ঘদিন আগে মোবাইলফোনটি জরুরি বিভাগের জন্য কর্তৃপক্ষ বরাদ্দ দেয়। কিন্তু কয়েক মাস ধরে মোবাইলফোনটি (০১৭৩০৩২৪৫৭৮) ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু মো. জহুরুল ইসলাম। ফলে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানের জন্য মোবাইলে কল করে কোনো ফল পাচ্ছে না রোগীরা। অভিযোগকারী ভুক্তভোগীদের দাবি জরুরি বিভাগের মোবাইলফোনটি জরুরি বিভাগে হস্তান্তরের ব্যবস্থা নিক কর্তৃপক্ষ।