হারদীর রাব্বী খানকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা বিএমএ

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা হারদীর রাব্বী খানকে অবিলম্বে গ্রেফতার পূর্বক দ্রুত বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা। হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. এম শারীফ উদ্দীন লিটনকে লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা এ দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. পরিতোষ কুমার ঘোষ যুক্ত স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলেছেন, গত বুধবার দিনগত রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীতে কর্মরত ছিলেন মেডিকেল অফিসার ডা. এম শরীফ উদ্দীন লিটন। হারদী গ্রামের রাব্বী খান হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. এম শরীফ উদ্দীন লিটনকে তার বাড়িতে যেতে বাধ্য করতে থাকে। হাসপাতালে কর্তব্যরত অবস্থায় কোথাও যাওয়া সম্ভব নয় বলে চিকিৎসক জানালে রাব্বী খান অকথ্য ভাষায় গালিগালাজ করে, স্যান্ডেল দিয়ে আঘাত করার চেষ্টা করে। প্রাণনাশের হুমকি দিতে থাকে। এ ঘটনায় চিকিৎসক-কর্মচারীসহ সকলে নিরাপত্তার অভাব বোধ করে। বিক্ষুব্ধ হয়ে পড়ে। ডা. এম শরীফ উদ্দীন লিটনকে লাঞ্ছিত ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় চুয়াডাঙ্গা বিএমএ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তীব্র নিন্দা জ্ঞাপন করছে। একই সাথে রাব্বী খানকে অনতিবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের সম্মুখিন করার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।